চীনে তাপদাহ, হলুদ সংকেত জারি

Slider সারাবিশ্ব

153957WEATHER_HOT

 

 

 

 

 

সম্প্রতি চীনে উচ্চ তাপমাত্রার কারণে রবিবার হলুদ সংকেত জারি করেছে দেশটির জাতীয় আবওহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা। দেশটির উত্তরাঞ্চলীয় কোন কোন প্রদেশের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, তাপদাহটি চীনের উত্তর ও মধ্যাঞ্চলে রবিবারও অব্যাহত থাকবে। খবর : সিনহুয়া।

মে মাসে উত্তরাঞ্চলীয় প্রদেশজুড়ে তাপদাহটি চলছে এবং কোন কোন স্থানের তাপমাত্রা স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি।

পর্যবেক্ষণকারী সংস্থাটির আশঙ্কা বেইজিং, তিয়ানজিন, বেবেই, শানঝি, হেনান, শাডং, হুবেই, আনহুই, জিয়াংসু ও জিনজিয়াংয়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে।

সংস্থাটি আরও জানায়, বেইজিংয়ের প্রাণকেন্দ্র ও হেবেই, হেনান, শানডং এবং হুবেই প্রদেশের কোন কোন অঞ্চলে তামপাত্রা বেড়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *