আগৈলঝাড়ায় ছাত্রলীগ সভাপতির বসতঘরে হামলা-ভাংচুর :

Slider বরিশাল রাজনীতি

Agailjhara Logo

 

 

 

 
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় পূর্বশত্রুতার জের ধরে ছাত্রলীগ নেতার বসতঘরে হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ পরিদর্শন শেষে ঘটনার সত্যতা স্বীকার করেছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে উপজেলার উত্তর বাহাদুপুর গ্রামের যোগেন্দ্রনাথ ভক্তের ছেলে রাজিহার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জগদীশ ভক্তের সাথে একই এলাকার হরভুষণ বৈদ্যের স্ত্রীর শোভা বৈদ্যের মামলা চলছে। এ ঘটনার জের ধরে গতকাল শনিবার সকালে একই গ্রামের প্রতিপক্ষ রবি বৈদ্য, নরেশ বৈদ্য, নিবিড় বৈদ্য, মৃদুল গাইনসহ ১০-১২জনের একটি দল ছাত্রলীগ নেতা জগদীশ ভক্তের বসতঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। প্রতিপক্ষের হামলায় আতঙ্কিত হয়ে ঘরের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি জগদীশ ভক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামকে ফোনে জানান। ওসির নির্দেশে এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই দেলোয়ার স্টীলের আলমিরা, কাপড়-চোপড় তছনছ ও আসবাবপত্র ভাংচুরের সত্যতা স্বীকার করে বলেন, ক্ষতিগ্রস্থদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তারা অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *