মোহাম্মদ রাহাদ রাজা (ভ্রাম্যমাণ প্রতিনিধি) # কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্তসংলগ্ন বিলগাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাদের দৌলতপুর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ সময় ৮ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় প্রাগপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কালাম সঙ্গে একই ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ৩০ জন আহত হয়।
দৌলতপুর থানা ওসি শাহা দারা খান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে কয়েক রাউন্ড ফাঁকা ও রাবার বুলেট গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।”