নগরীর চার বাজারে যাচ্ছে বাজার মনিটরিং টিম

Slider অর্থ ও বাণিজ্য চট্টগ্রাম

113718Untitled-1

 

 

 

 

চট্টগ্রাম প্রতিনিধি ;  চট্টগ্রাম নগরীর চারটি এলাকায় অভিযানে যাচ্ছে জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত বাজার মনিটরিং টিম। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আজ শনিবার এ অভিযান চালানো হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার ইসতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে  নিয়মিত বাজার মনিটরিং টিম বিভিন্ন বাজারে পরিদর্শনে যাচ্ছে। এর অংশ হিসেবে আজ শনিবার বাজার পরিদর্শনে যাচ্ছে দুটি টিম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি টিম নগরীর দুই নম্বর গেট এলাকায় অবস্থিত কর্ণফুলী কমপ্লেক্স মার্কেটে ও বহদ্দারহাট বাজারে এবং আরেকটি পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযানে যাবে। প্রথমটির মনিটরিং টিমটি পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী। অন্যটির পরিচালনায় রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *