গাজীপুরে বাসের ধাক্কায় পোশাক শ্রমিক নিহতের গুজবে ৫টি বাসে আগুন দিয়েছে উত্তেজিত শ্রমিকরা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়।
জানা গেছে, রাস্তা পারাপারের সময় অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস গার্মেন্টস শ্রমিকদের ধাক্কা দিলে কয়েকজন হতাহতের খবর ছড়িয়ে পড়ে। এসময় উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বাসে আগুন দেয় এবং কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, বাসের ধাক্কায় এক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে, তাকে এলাকাবাসী স্থানীয় তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। বাসের ধাক্কায় ওই শ্রমিক নিহতের গুজবে উত্তেজিত হয়ে উঠে শ্রমিকরা। একপর্যায়ে তারা বাসে আগুন দেয়। কয়েকটি যানবাহনে ভাঙচুর করে।