আগৈলঝাড়ার সাংবাদিকদের সাথে বিদায়ী ইউএনও গাজী তারিক সালমনের মতবিনিময়

Slider বরিশাল সামাজিক যোগাযোগ সঙ্গী

 

Agailjhara Photo- 23-05-17

 

 

 

 

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিদায়ী ইউএনও গাজী তারিক সালমন।
গতকাল মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন তার অফিস কক্ষে আগৈলঝাড়া প্রেসক্লাব নেবৃন্দসহ স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় করেন। এসময় তিনি আগৈলঝাড়ায় ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর যোগদানের পর থেকে গত ৮ মাসের বিভিন্ন দিক তুলে ধরে প্রশাসনের কাজে সাংবাদিকদের সহযোগিতার প্রশংসা করেন। এসময় তিনি আগৈলঝাড়া উপজেলাকে মাদকমুক্ত, বাল্য বিয়ে মুক্ত, নকলমুক্ত শিক্ষাঙ্গন তৈরি করার পরিকল্পনার কথা তুলে ধরে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা, মাদকাসক্ত জনপ্রতিনিধিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, ভ্রাম্যমান আদালতের দন্ডের কারণে জনগণকে নাড়া দেয়ার চেষ্টার কথা জানিয়ে বিভিন্ন বিচারিক কার্যক্রমের বিবরণ দেন। তিনি তার পূর্বের কর্মস্থল কুষ্টিয়ার মিরপুরের সাথে আগৈলঝাড়ার সাংবাদিকদের তুলনা করে বলেন এখানকার সাংবাদিকতার মান অতি উচ্চমানের। জেলার মধ্যে দক্ষ এবং মান সম্মত সাংবাদিকতা অন্য জায়গায় কমই আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বদলি কোন অস্বাভাবিক নয়। বরগুনা সদর জেলায় দীর্ঘদিন যাবৎ ইউএনও’র পদ শূণ্য থাকায় সরকারী নির্দেশে সেখানে বদলী করা হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার, সাবেক সভাপতি সরদার হারুন রানা, ওয়াসিম ভুঁইয়া সেলিম, সাধারণ সম্পাদক.মো. শামীমুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তপন বসু, কেএম আজাদ রহমান, মো. মাহাবুবুল ইসলাম, প্রবীর বিশ্বাস ননী, যুগ্ম সম্পাদক ওমর আলী সানি, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *