ক্রীড়া খাতে বরাদ্দ বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ কথা জানান অর্থমন্ত্রী। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বাজেটে ক্রীড়া খাতে অর্থের পরিমাণ বাড়বে বলে প্রত্যাশার কথা জানিয়েছিলেন।
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে ১ হাজার ২৮১ কোটি ৬৩ লাখ টাকা। চলতি অর্থবছরে অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট ছিল ১ হাজার ১২২ কোটি ৬০ লাখ টাকা। পরে সংশোধিত বাজেটের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ হাজার ২৬৪ কোটি ১৬ লাখ ৬২ হাজার টাকা। অর্থাৎ আগের বছরের চেয়ে প্রস্তাবিত বাজেটেই বরাদ্দ বেড়েছে ১৭ কোটি ৪৬ লাখ ৩৮ হাজার টাকা।
অর্থমন্ত্রী আ হ ম বাজেট বক্তৃতায় বলেন, ‘২০২১-২২ অর্থবছরে ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের ৮টি প্রকল্প চলমান রয়েছে, যার মধ্যে অন্যতম হলো উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প। পাশাপাশি দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা খেলোয়াড়দের প্রশিক্ষণ, গ্রামীণ খেলাধুলার মান উন্নয়নে কার্যক্রম গ্রহণ ও প্রতিভা অন্বেষণের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।’
ক্রীড়া খাতে বরাদ্দের বিষয়ে প্রতিমন্ত্রী জাহিদ আহসান বলেন, ‘আগের বার প্রস্তাবিত বাজেটে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল, সংশোধনী বাজেটে আমরা তার চেয়েও অনেক বেশি পেয়েছিলাম। আশা করছি এবার সংশোধনীয় বাজেটের অঙ্কটা আগেরবারের চেয়েও অনেক বেশি হবে। এ ছাড়া এবার ট্রেনিং খাতে আলাদা করে বেশি বরাদ্দ রাখা হয়েছে। যেন বিদেশে গিয়ে খেলোয়াড়েরা অনুশীলনের সুযোগ পায়।’