যারা মনে করেন কম দামে ভালো স্মার্টফোন মেলে না, তাদের ধারণা পাল্টে দিয়েছে জিয়াওমি। চীনের এই প্রযুক্তিপণ্য নির্মাতা দামের তুলনায় ভালো মানের ফোন দিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তারই ধারাবাহিকতায় বাজারে এসেছে কম্পানির দারুণ জনপ্রিয় রেডমি সিরিজের ৪ মডেলের ফোনটি। আজই ভারতের বাজারে বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশের বাজারে পাওয়া গেলেও এর দামের হেরফের রয়েছে। তবে ধারণা পেতে বলা যায়, মাত্র ৬৯৯৯ রুপিতে মিলবে ২ জিবি র্যাম ও ১৬ জিবি স্টোরেজের জিয়াওমি রেডমি ৪। আর ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের মডেলটির দাম ৮৯৯৯ রুপি। আরেকটি সংস্করণ বের করেছে নির্মাতা। ৪ জিবি র্যামের ৬৪ জিবি স্টোরেজের ফোনটি পাওয়া যাবে ১০৯৯৯ রুপিতে।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ এসওসি চিপসেটে চলবে এ ফোন। গত ফেব্রুয়ারিতে চীনের বাজারে ছাড়া হয়েছিল জিয়াওমি রেডমি ৪এক্স মডেল। রেডমি ৪ চলবে এমআইইউআই ৮ ভিত্তিক অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলোতে। ধাতব দেহের পেছনের প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
পেছনের ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের, যোগ হয়েছে এফ/২.০ অ্যাপারচার আর এলইডি ফ্ল্যাশ। আর সামনে সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ফোন, যাতে আছে এফ/২.০ অ্যাপারচার।
এক চার্জে অনেকক্ষণ টিকে থাকবে রেডমি ৪। দেওয়া হয়েছে ৪১০০এমএএইচ শক্তির ব্যাটারি।
বেশ কয়েকটি অনন্য ফিচার থাকছে এ ফোন। অ্যাপ লক, সেকেন্ড স্পেস আর ডুয়াল অ্যাপস এর মতো ফিচার রয়েছে। সূত্র : এনডিটিভি