জৈন্তাপুর হেমু মাদ্রাসা রোড পথচারীদের মরনফাদ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি সামাজিক যোগাযোগ সঙ্গী সিলেট

IMG-20170521-WA0002

হাফিজুল ইসলাম লস্কর :: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের করিচর ব্রীজ থেকে হেমু দত্তপাড়া পর্যন্ত আঞ্চলিক সড়কের প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্তা একেবারেই বেহাল।

পাকা সড়কটি কার্পেটিং প্রায় উঠে গিয়ে হাজারো খানাখন্দকের সৃষ্টি হয়েছে। রাস্তায় চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।

দীর্ঘ দিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার হাজার হাজার মানুষ ও যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করেছে। প্রায়ই দূর্ঘটনা ঘটছে ভাঙ্গাছড়া এই রাস্তায়। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন এ রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন।

এলাকাবাসীর ক্ষোভের সঙ্গে জানায়, রাস্তাটির কার্পেটিং উঠে গিয়ে এখন আর রাস্তা নয়, এটি এখন আর রাস্তা নয়, আমাদের জন্য মরনফাদে পরিনত হয়েছে।

উপজেলা এলজিইডি আওতাধীন এ রাস্তাটি বছর দু এক আগে সংস্কার হওয়ার পর আবার ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। কার্পেটিং উঠে গিয়ে ইট সুড়কি বেরিয়ে পড়েছে।

যান চলাচল করছে ঝুকি নিয়ে।
সড়কের দুই পাশ মাঝে মধ্যে ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়।

IMG-20170521-WA0005

প্রতিদিন অসংখ্য লেগুনা, ফিকাপ, চার্জার ভ্যান, রিকশা, ছোট ট্রাক সহ বিভিন্ন যানবাহনে মানুষ চলাচল করে।

স্কুল কলেজ মাদ্রাসাগামী ছাত্রছাত্রী সহ নানা পেশার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। বিদ্যালয়গামী শিক্ষার্থী ও এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী জানান, সড়কটিতে খানাখন্দ থাকার কারণে তাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি বিভিন্ন স্থান ভেঙে বিশাল গর্ত হয়ে মরন ফাঁদ হয়ে গেছে।

এলাকাবাসীর দাবি রাস্তাটি জরুরী সংস্কারের সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *