‘ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে স্টার পারফর্মেন্স দিতে হবে। কোনো ফিল্ম ফ্লপ হয়, পরিচালক আপনার ফোন ধরা পর্যন্ত বন্ধ করে দেবেন। বাবা বলিউডের সুপারস্টার হলেও তাতে কিছু যায় আসে না। ‘ কথাগুলো বলিউড শাহেনশা আমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের।
বিগত কয়েক বছর বলিউডে তার উপস্থিতি তেমন একটা চোখে পড়ার মতো নয়। সম্প্রতি তার অভিনীত কোনো ছবিই তেমন সাফল্যর মুখ দেখেনি। কিন্তু তাই বলে সরকারি চাকরির পরীক্ষায় বসছেন অভিষেক বচ্চন! বিশ্বাস হচ্ছে না! অন্তত এসএসসি এমটিএস পরীক্ষার অ্যাডমিট কার্ড তেমনটাই বলছে।
এসএসসি পরীক্ষা নিয়ে একটার পর একটা বিভ্রাট লেগেই আছে। গত রবিবার অনলাইনে এসএসসি এমটিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে পরীক্ষা বাতিল করা হয়। এবার এসএসসি এমটিএস পরীক্ষার একটি অ্যাডমিট কার্ডে অভিষেক বচ্চনের নাম ও ছবি প্রকাশের ঘটনায় সরগরম হয়ে উঠেছে অনলাইন বিশ্ব।
এই অ্যাডমিট কার্ডের ছবি-সহ বুধবার সন্ধ্যায় পিটিআই এর পক্ষ থেকে একটি টুইট করে জানানো হয়, ‘সম্ভবত কেউ ঠাট্টা করেছেন। জুনিয়র বচ্চনের নাম ও ছবি-সহ অ্যাডমিট কার্ড যা এসএসসি’র সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ‘
এসএসসি’র কর্তৃপক্ষের তরফ থেকেও এই অ্যাডমিট কার্ডকে ভুয়া বলে দাবি করা হয়েছে। তবে সরকারি ওয়েবসাইটে এ রকম ভুয়া অ্যাডমিট কার্ড কীভাবে আপলোড হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় প্রশাসন।
সূত্র : ইন্ডিয়া ডটকম