ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
এবারে অভিনব কায়দায় নিজেই ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে মামলার বাদীকে ফাঁসিয়ে মামলা থেকে রক্ষা পেতে চায় যুগান্তরের ডিমলা প্রতিনিধি সাংবাদিক জাহেদুল ইসলাম জাহিত। উক্ত সাংবাদিকের বিরুদ্ধে অপর এক সাংবাদিক জাহেদুল ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করায় থানা পুলিশ তদন্ত সাপেক্ষে মামলার সত্যতা পেয়ে মামলা থানায় নথিভক্ত করায় দিশেহারা হয়ে পড়ে মামলার বিবাদী যুগান্তরের সাংবাদিক জাহেদুল ইসলাম জাহিদ। মামলার বাদীকে বিভিন্ন ভাবে হুমকী দিয়ে মামলা মিমাংশা করতে না পেরে শেষে এই অভিনব কায়দা অবলম্বন করে মামলার বিবাদী। জানা যায়,গত ৩ মে’১৭ তারিখে থানায় মামলা নথিভূক্ত হওয়ায় পরের দিন ৪ মে’১৭ সকালে বিবাদী জানতে পারে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে মামলা মিমাংশা ব্যর্থ হয়ে মামলার বিবাদী সাংবাদিক জাহিদ তার সঙ্গীয় লোকদের সাথে নিয়ে নীল নকসা করে এই ছিনতাইয়ের ঘটনা উৎভব করে। তাদের ঘটনার সূত্র ধরে জানা যায়, ঘটনার দিন গভীর রাত অনুমান সাড়ে ১২ টার দিকে তারা দু’জন ব্যক্তি মামলার বাদীর বাড়ীর রাস্তা ডিমলা মেডিকেল মোড় হতে শুটিবাড়ী যাওয়ার পথে দিলীপ বাবুর বাড়ীর সামনে একটি ছোট পুলের কাছে যায়। এ সময় তারা দু’ জনেই চিৎকার করতে থাকে যে তিন জন ব্যক্তি তাদেরকে বেধে মারধর তরে মোটরসাইকেল ভেঙ্গে ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনা তাদের ভাষ্যমতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করায়। তবে খোজখবর নিয়ে জানা যায়, ঘটনার সব ঠিক আছে। কিন্তু তাদেরকে কে উদ্ধার করেছে তা জানা যায়নি। তারা ঐ রাতে ডিমলা হাসপাতালে ভর্তি হয়ে মাত্র ১৫ থেকে ২০ মিনিট হাসপাতালে থেকে সটকে পরে। পরে খোজ খবর নিয়ে জানা গেছে তারা সব কিছু আগের থেকেই ঠিক করে রেখেছে। শুধু এই ছিনতাইয়ের ঘটনা দেখাতেই এ নাটক সাজিয়ে ঘটনা ঘটানো হয়েছে। তবে এ নাটকের শেষ দৃশ্য দেখার কোন দর্শক খুঁজে পাওযা য়ায়নি। প্রসঙ্গ , নীলফামারীর ডিমলা উপজেলায় সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিকের মামলা ঘটনায় সমগ্র উপজেলায় আলোচনার ঝড় বইছে। এ ঘটনায় ডিমলা থানা পুলিশ সূত্রে জানা যায়, ডিমলা সদর ইউনিয়নের মৃত নুরল ইসলামের পুত্র দৈনিক মাতৃজগত ও অনলাইন গ্রামবাংলা নিউজ এর ডিমলা প্রতিনিধি সাংবাদিক জাহেদুল ইসলাম বাদী হয়ে দৈনিক যুগান্তর পত্রিকার ডিমলা প্রতিনিধি ও অনলাইন জাগো নিউজের জেলা প্রতিনিধি মৃত এসারত আলী এর পুত্র সাংবাদিক জাহেদুল ইসলাম জাহিদ এর বিরুদ্ধে থানায় ৩৪১/৩২৩/৩৭৯/৫০৬ (০২) /১১৪ দন্ড বিধি ধারায় মামলা দায়ের করে। ডিমলা থানার মামলা নম্বর-০৪/১৭ তাং- ০৩ মে’১৭ ইং। মামলায় উল্লেখ করা হয়েছে-উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী গ্রামের সোহরাব আলীর পুত্র আনোয়ার হোসেন (৩৮) ও এমাজ উদ্দিনের পুত্র সামসুদ্দিন (৩২) মতিরবাজারের পশ্চিম দিকে কুমলাই নদীতে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করছিলো। এ সংবাদ পেয়ে গত ২৮ এপ্রিল/১৭ তারিখে দুপুরে মামলার বাদী সাংবাদিক জাহেদুল ইসলাম ও দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আব্দুল কদ্দুস ঘটনাস্থলে গিয়ে ঘটনার ছবি ক্যামেরায় বন্দি করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উল্লেখিত ব্যক্তিগণ মামলার বাদী সাংবাদিক জাহেদুলের ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে প্রায় দেড় ঘন্টা ব্যাপি লাঞ্চিত করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়ে ফিরে এসে পুরো ঘটনার বিবরণ দিয়ে ডিমলা থানায় অভিযোগ দায়ের করে সাংবাদিক জাহেদুল ইসলাম। এ ব্যাপারে ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, এ রকম ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে বাদীর অভিযোগের সত্যতা থাকায় অপর একটি মামলা থানায় নথিভূক্ত করা হয়েছে।