জাপান সরকার উত্তর কোরিয়ার শনিবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিবাদ জানিয়েছে। খবর সিনহুয়ার।
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র চীফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদা সুগা এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ‘কঠোর প্রতিবাদ’ জানিয়েছে জাপান।
তিনি জানান, জাপানের স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি উত্তর কোরিয়া ভূ-খন্ডে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সুগা সাংবাদিকদের বলেন, পিয়ংইয়ংয়ের এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সরাসরি লঙ্ঘন। জাপান ‘কোনভাবেই এ ধরনের উস্কানিমূলক কর্মকান্ডের পুনরাবৃত্তি মেনে নিতে পারে না।’
সুগা আরো বলেন, তিনি তাৎক্ষণিকভাবে পিয়ংইয়ংয়ের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে অবহিত করেন। অ্যাবে বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন।