২৪ ঘণ্টারও কম সময়ের সফরে গতকাল বুধবার রাতে ঢাকায় এসেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। একটি বেসরকারি সংস্থার আমন্ত্রণে তিনি এসেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডেভিড ক্যামেরনের সাক্ষাৎ করার কথা রয়েছে।
জানা গেছে, ক্যামেরন ঢাকায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের (ডিএফআইডি) একটি প্রকল্প পরিদর্শন এবং ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নেবেন। সফর শেষে আজই তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ডেভিড ক্যামেরন ২০১০ সালের ১১ মে থেকে গত বছরের ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত বছরের জুন মাসে দেশটিতে অনুষ্ঠিত গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোটার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে মত দেওয়ার পর ক্যামেরন পদত্যাগ করেন। তিনি ইইউতে যুক্তরাজ্যের থাকার পক্ষে ছিলেন।