ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের দাপুটে নায়িকা শাবনূর। দর্শকের মনে এখনো তার স্থান সেই আগের মতোই। সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ঢাকায় এসেছিলেন। তবে এসে তেমন কোনো কাজ করেননি। কদিন বাদেই আবার অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। মূলত এখন শাবনূর ‘অস্ট্রেলিয়া টু ঢাকা’ ট্যুরের মধ্যেই থাকেন। আট মাস অস্ট্রেলিয়ায় থাকলে বাকি সময় বাংলাদেশে কাটে তার। বর্তমানে বেশ অসুস্থ অবস্থায় দিন কাটছে এ অভিনেত্রীর। বেশ কয়েক মাস ধরেই ‘থাইরয়েড’ জনিত রোগে ভুগছেন এই অভিনেত্রী। গতকাল শাবনূরের মা আমেনা বেগম বলেন, আমার সঙ্গে প্রায় প্রতিদিনই শাবনূরের কথা হচ্ছে। খুব একটা ভালো নেই শাবনূর। ‘থাইরয়েড’ নামে যে রোগে ভুগছে শাবনূর সেটা বেশ ভয়ঙ্কর। হঠাৎ করেই সারা শরীর কেঁপে ওঠে তার। মেজাজ খিটখিটে হয়ে যায়। শাবনূরের বাচ্চাটাও ছোট। বেশ টেনশনে সময় কাটছে আমার। অস্ট্রেলিয়ায় যে ডাক্তারের তত্ত্বাবধানে শাবনূর রয়েছে তিনি জানিয়েছেন, পুরো এক বছর তাকে নিয়মিত ওষুধ খেতে হবে। তিনি আরো বলেন, ‘থাইরয়েড’ রোগটির বিভিন্ন লেভেল রয়েছে। এই রোগে আক্রান্ত হওয়ার পর অনেকে মোটা হয় আবার অনেকে শুকিয়ে যায়। শাবনূরের শরীর অসুস্থতার জন্য দিন দিন শুকিয়ে যাচ্ছে। শাবনূর এবারের ঈদ ঢাকায় করবেন বলেও জানিয়েছেন তার মা। তিনি আরো বলেন, আশা করি আমার মেয়েটা দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবে। ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’। সেটাও প্রায় পাঁচ বছর আগের কথা। সবশেষ গত ১১ই ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছিলেন শাবনূর। প্রয়াত সালমান শাহ, মান্না থেকে শুরু করে শাকিব খান, রিয়াজ, ফেরদৌসসহ অনেক জনপ্রিয় নায়কের পছন্দের নায়িকা তিনি। অনেকদিন ধরেই নতুন ছবিতে কাজ করছেন না শাবনূর। সবশেষ গত বছর শাবনূর দু’ধাপে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে ফেরার পর ‘ইউরো স্টার’ নামে একটি কোম্পানির চুলার বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন। এটি নির্দেশনা দেন আহমেদ ইলিয়াস। এছাড়া গত বছর মোস্তাফিজুর রহমান মানিক তার ‘এত প্রেম এত মায়া’ নামের ছবিতে শাবনূরকে চুক্তিবদ্ধ করেছিলেন। তবে শাবনূর এ ছবির শুটিংয়ে এখনো অংশ নেননি।