নেপোলিয়নের টুপি বিক্রি হলো ১.৯ ইউরোতে

Slider বিচিত্র

image_152098.5_151837দক্ষিণ কোরিয়ার এক কালেক্টর ১.৯ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিলেন ফরাসি সম্রাট নেপোলিয়নের নিলামে ওঠা টুপি। দুই দিকে পয়ন্টেড এই টুপিটি খুব সম্ভবত নেপোলিয়ন ম্যারিঙ্গো যুদ্ধের সময় পরেছিলেন। পরে সেই টুপিটি উপহার হিসেবে পেয়েছিলেন নেপোলিয়নের অধীনে কাজ করা পশু চিকিৎসক। নেপোলিয়ন তাঁর রাজত্বকালে যে ১২০টি টুপি পরেছিলেন তার মধ্যে থেকে মাত্র ১৯টির হদিস পাওয়া গিয়েছিল। তারই অন্যতম এই টুপিটি। যদিও সেই সময়ে নেপোলিয়নের সেনাবাহিনীতে অনেকেই এই ধাঁচের টুপি পরতেন, কিন্তু নেপোলিয়নের স্টাইল ছিল সম্পূর্ণ ভিন্ন। হবে নাই বা কেন! তিনি যে নেপোলিয়ন… যাঁর জীবনের লক্ষ্যই ছিল পৃথিবীর সম্রাট হওয়ার। এহেন সম্রাটের ব্যবহার করা টুপির দামও যে হবে আকাশছোঁয়া সেটাই তো স্বাভাবিক।
মোনাকো-র রাজপরিবার নেপোলিয়নের ব্যবহার করা আরও কয়েকটি জিনিসের সঙ্গে এই টুপিটিকেও রেখেছিলেন প্যারিসের ফঁতেইনব্লঁ-তে হওয়া সাম্প্রতিক নিলামে। এখানে থেকে যে টাকা উঠবে তা ব্যবহার করা হবে রাজপ্রাসাদ মেরামতির কাজে।
সূত্র : এইসময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *