ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৮ জন মারা গেছে ও এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত ৩৭ জন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে একথা জানানো হয়েছে।
শুক্রবার থেকে ইস্ট আজারবাইজান প্রদেশে ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে। আজাবশির জেলার প্রধান সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা ইরনাকে বলেন, উদ্ধারকর্মীরা তিন নারী ও নয় পুরুষের লাশ উদ্ধার করেছে।
এছাড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আজারশাহরে প্রাকৃতিক এই দুর্যোগে আরো দুই জন মারা গেছে। এতে আরো বলা হয়, এখনো ৩৭ জন নিখোঁজ রয়েছে।