মুস্তাফিজের প্রশংসায় কিউই অধিনায়কও

Slider খেলা

 

2016_03_27_15_23_34_1YxC5eDcAdgVqP3tRQimtomUihwnPt_original

 

 

 

 

ঢাকা: কাটারের বিষ কেমন? টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ভালোই টের পেয়েছেন। সেই টের পাওয়া ব্যাটসম্যানদের কাতারে আছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন ‍উইলিয়ামসনও। ওই ম্যাচে ২২ রান খরচায় পাঁচ উইকেট দখলে নেন মুস্তাফিজ। বাংলাদেশের ২০ বছর বয়সী পেসারের দ্বিতীয় শিকারে পরিণত হন উইলিয়ামসন।

দলীয় নবম ও ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বাংলাদেশের কাটার মাস্টারের দুর্দান্ত ইয়র্কারে দেয়া বলটি অফ সাইডে সরে গিয়ে খেলতে চেয়েছিলেন কিউই অধিনায়ক। কিন্তু বুঝে ওঠতে পারেননি স্লোয়ারের বিভ্রান্তি। সরাসরি বোল্ড হয়ে উইলিয়ামসন পথ ধরলেন সাজঘরের। বিদায়ের আগে অবশ্য ব্যাট হাতে টাইগার বোলারদের শাসন করেন কিউই দলপতি। ৩২ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় নামের পাশে যোগ করেন ৪২ রান।

কাটারের বিষ ‘পান’ করে নীল উইলিয়ামসন! ম্যাচ শেষে মুস্তাফিজকে প্রশংসার বানে ভাসালেন কিউই অধিনায়ক। বললেন, ‘মুস্তাফিজ ব্রিলিয়ান্ট বোলার। বিশেষ করে এই ধরনের উইকেটে সে ভালো বল করে। তার স্লোয়ারগুলো এই ধরনের উইকেটে বেশ কার্যকর। সে আজ (শনিবার) খুব ভালো বল করেছে। স্কোরকে সমৃদ্ধ করতে আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে।

এ ছাড়া নিউজিল্যান্ড দলের তারকা ব্যাটসম্যান রস টেলর বলেছিলেন, সাসেক্সে সতীর্থ হিসেবে মুস্তাফিজকে পেয়ে দারুণ খুশি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *