ড্রাইভিং সিটের নিচে পাওয়া গেল ৮ হাজার পিস ইয়াবা!

Slider চট্টগ্রাম সামাজিক যোগাযোগ সঙ্গী

 

dmpnewsphot-12-11-16_01

 

 

 

 

চট্টগ্রাম প্রতিনিধি  :   নিজের ড্রাইভিং সিটের নিচে সুকৌশলে লুকিয়ে রেখেও শেষ রক্ষা হলো না তার। কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকা হতে কম দামে ক্রয় করে চট্টগ্রাম শহরে ইয়াবা সরবরাহ করছিল সে। কিন্তু ধরা পড়ল পুলিশের হাতে।

বন্দর নগরী চট্টগ্রামের ডবলমুরিং থানা চৌমুহনী হালিশহর রোড সিপিডিএল বিল্ডিং এর নিচে নিজাম ডেকোরেটার্স এর সামনে হতে তাকে উক্ত ৮০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশ তার পিকআপ গাড়িটিও জব্দ করে।

গ্রেফতারকৃতের নাম জাহিদুল আলম(২৫)। তার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানায়। তার পিতার নাম সাকের আলম। সে জব্দ করা পিকআপ গাড়িটির চালক। এই বিপুল পরিমান ইয়াবা তার(চালক) সিটের নিচে একটি সাদা পলি ব্যাগে রাখা ছিল।

১১ এপ্রিল, ২০১৭ রাত ০৮.৫৫ টায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *