দই খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০

Slider জাতীয়

কিশোরগঞ্জের পাকু‌ন্দিয়ায় দই খাওয়া‌ কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হ‌য়ে‌ছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার পুলেরঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইফতারের পর বাজা‌রের এক‌টি মি‌ষ্টির দোকান থেকে দই আগে-পরে খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুই যুব‌কের ম‌ধ্যে কথাকাটাকা‌টি হয়। এ ঘটনা কেন্দ্র ক‌রে বাজার আদর্শপাড়া এবং জুনাইল গ্রামের লোকজন‌ দেশীয় অস্ত্র নি‌য়ে সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে।

পাকুন্দিয়া থানা, সদর মডেল থানা ও আহুতিয়া ফাঁড়ির পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় এলাকায় আতঙ্ক ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। সংঘ‌র্ষে অন্তত ১০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে সংঘ‌র্ষের সময় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *