সিলেট প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও কাউন্সিলর পদে ১১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৭ মার্চ) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আগামী ২৫ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।
পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১১ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬ জন এবং কাউন্সিলর পদে ৯৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, বিএনপি মনোনীত প্রার্থী পৌরসভা বিএনপি’র সভাপতি আবু নাসের পিন্টু, জাসদের শমসের আলম, জমিয়তে উলামায়ে ইসলামীর মাওলানা শামীম আহমদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে বর্তমান পৌর প্রশাসক তফজ্জুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল কাশেম পল্লব, পৌরসভার জামায়াতের আমির মাওলানা জমির উদ্দিন, বিয়ানীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আমান উদ্দিন, ব্যবসায়ী বদরুল হক এবং মোহাম্মদ জাকির হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য, ২০০১ সালে গঠিত হয় বিয়ানীবাজার পৌরসভা। উচ্চ আদালতে পৌরসভার নির্বাচন নিয়ে আইনী জটিলতা থাকায় দীর্ঘ ১৬ বছর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গত ১৪ মার্চ নির্বাচন কমিশন পৌরসভার তফসীল ঘোষণা করে। প্রথমবারের মতো বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।