নিলামে উঠছে সোনমের পোশাক

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

59218_sss

 

 

 

 

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন মডেল হিসেবে ব্যাপক সমাদৃত বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন শোতে অংশ নিয়ে এরই মধ্যে তুমুল আলোচিতও তিনি। বিভিন্ন অনুষ্ঠানে নিত্যনতুন পোশাক পরে হাজির হন সোনম। এবার নিলামে উঠছে এই অভিনেত্রীর পোশাক। জানা গেছে, সোনমের প্রায় এক ডজন পোশাক নিলামে তোলা হবে। সেই সঙ্গে আরো নিলাম হবে তার ব্যবহৃত হ্যান্ডব্যাগ। তবে একটি মহৎ উদ্দেশ্যেই এগুলো নিলাম করা হবে। এর থেকে যে অর্থ পাওয়া যাবে তা দান করা হবে দাতব্য সংস্থায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি এনজিও সংস্থার সঙ্গে যুক্ত আছেন সোনম। এর মধ্যে ২০১৬ সাল থেকে কাডলস ফাউন্ডেশনের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে আছেন তিনি। সংস্থাটি ক্যানসার আক্রান্ত ও অনাহারী শিশুদের নিয়ে কাজ করেন। এ সংস্থাতেই অর্থ প্রদান করা হবে বলে জানা গেছে। সোনমের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নীরজা’। সঞ্জয় দত্তের বায়োপিক ‘দত্ত’তেও অভিনয় করছেন তিনি। এ ছাড়া অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ ও ‘বীরে দি ওয়েডিং’ ছবিতে দেখা যাবে অনিল কাপুর কন্যাকে। এতে আরো অভিনয় করেছেন কারিনা কাপুর খান ও স্বরা ভাস্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *