স্বপ্নের মতো আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন লুকাস পোডলস্কি। জার্মানির এ ফরোয়ার্ড বুধবার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন। ডর্টমুন্ডের সিগলান ইদুনা পার্কে প্রীতি ম্যাচে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেখানে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো জার্মানি। ম্যাচের একমাত্র গোলটি আসে জার্মানির বিদায়ী খেলোয়াড় লুকাস পোডলস্কির পা থেকে। জার্মানির হয়ে তিনি খেলেছেন ১৩ বছর। ২০০৪ সাল থেকে ১৩০ ম্যাচে করেছেন ৪৯ গোল। আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেয়ার ইঙ্গিত তিনি আগেই দেন। আর তার আনুষ্ঠাতিকতা হলো এদিন। এই ম্যাচে তাকে নেতৃত্ব দেয়া হয়। জীবনের শেষ ম্যাচে এসে জার্মানি ফুটবল দলের প্রথম নেতৃত্ব দিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে এটি জার্মানির প্রতিশোধের ম্যাচ। এর আগে সর্বশেষ তারা প্রীতি ম্যাচে মুখোমুখি হয় গত মার্চে। সেবার ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হারে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তবে এবার তার প্রতিশোধ দারুণভাবেই নিলো তারা। ইংল্যান্ড ও জার্মানির ৩৬ রানের মুখোমুখিতে দুই দলের জয়ের পাল্লা প্রায় সমান। ইংল্যান্ডের ১৬ জয়ের বিপরীতে জার্মানি এদিন দেখলো ১৫তম জয়। আর ২০০০ সালের পর ৯ লড়াইয়ে পঞ্চম জয় তুলে নিলো তারা। অন্যদিকে গ্যারেথ সাউথগেট ইংল্যান্ডের কোচের দায়িত্ব নেয়ার পর প্রথম হার দেখলেন। এর আগে তার অধীনে চার ম্যাচের প্রতিটি জেতে ইংল্যান্ড।
এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে জার্মানির ত্রাতা হয়ে আবির্ভুত হন লুকস পোডলস্কি। ২৫ গজ দূর থেকে অসাধারণ এক গোল করে স্বাগতিকদের এসিয়ে দেন তিনি। এই গোলটিই শেষ পর্যন্ত জয়ের পুরোপুরি উপলক্ষ্য হয় জোয়াকিম লো’র দলের। ইংল্যান্ড ও জার্মানি- দুই দলই খেলবে বিশ্বকাপ বাছাই ম্যাচ। রোববার লিথুয়ানার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। একই দিন আজারবাইজানের বিপক্ষে খেলবে জার্মানি। তার আগে নিজেদের ঝালাই করে নেয়ার জন্য তাদের এই প্রীতি ম্যাচ।