ম্যানচেস্টার ইউনাইটেডকে ২০,০০০ পাউন্ড জরিমানা করলো ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। গত সোমবার এফএ কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে চেলসির মাঠে সফর করে ম্যানইউ। মরিনহোর সাবেক মাঠে তার বর্তমান শিষ্যরা রেফারির সঙ্গে খারাপ আচরণ করে। স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ৩৫ মিনিটে চেলসির ইডেন হ্যাজার্ডকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানইউ’র আন্দ্রে হেরেরা। তখন ম্যানইউর খেলোয়াড়রা রেফারিকে চারদিক থেকে ঘিরে ধরে তার সঙ্গে বিতর্ক করে। অনেকে তার দিকে গরম চোখে তেড়ে যান। এতে দলের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে না পারায় ম্যানইউকে এই অর্থ জরিমানা করা হয়েছে। এই জরিমানার বিরুদ্ধে আবেদন করতে পারবে ম্যানইউ। তবে তাতে বিপদ আরো বাড়তে পারে। আবেদনে হেরে গেলে জরিমানার পরিমাণ বেড়ে দাঁড়াবে ৩০,০০০ পাউন্ড।