‘অজ্ঞাতনামা’ এবার ফজর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

57415_Oggatonama

 

 

 

 

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের পরিচালনায় ‘অজ্ঞাতনামা’ ছবিটি একের পর এক পুরস্কার জিতে চলেছে। এ চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী সুনাম ছড়িয়ে পড়ছে দেশীয় চলচ্চিত্রের। সেই ধারবাহিকতায় এবার বিশ্বচলচ্চিত্রের গুরুত্বপূর্ণ আসর ফজর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে ‘অজ্ঞাতনামা’। তার নির্মিত আরেক ছবি ‘হালদা’র সম্পাদনার কাজ শেষ করে কলকাতা থেকে ফিরেই সুখবরটি মানবজমিনকে জানান তৌকীর। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠেয় ৩৫তম ফজর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে অফিসিয়াল সিলেকশনে এসেছে ‘অজ্ঞাতনামা’র নাম। এশিয়ান ও ইসলামিক দেশগুলোর প্যানোরামা বিভাগে বিশ্বের অন্যান্য চলচ্চিত্রের সঙ্গে লড়বে তৌকীর আহমেদের এ চলচ্চিত্র। আগামী ২১শে এপ্রিল শুরু হয়ে উৎসবটি শেষ হবে ২৮শে এপ্রিল। তিনি বলেন, এই চলচ্চিত্র উৎসবটি বিশ্বের অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব। এখানে চলচ্চিত্র নির্বাচিত হওয়া মানে দেশের জন্যই একটি গর্বের ব্যাপার। চলতি সপ্তাহেই এ ব্যাপারে একটি চিঠি পেয়েছি। আমি বেশ আনন্দিত। এর আগেও ‘অজ্ঞাতনামা’ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। ‘দ্য গডেস অন দ্য থ্রোন’ শীর্ষক কসোভোর চলচ্চিত্র উৎসবে ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেন তৌকীর। সেখানে সেরা চিত্রনাট্যকারের পুরস্কারও এসেছে তার হাতে। ‘অজ্ঞাতনামা’ ছবির জন্য ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসরে সেরা পরিচালকের পুরস্কার জেতেন এই নির্মাতা। ইতালির গলফ অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি অর্জন করে জুরি মেনশন অ্যাওয়ার্ড। এ ছাড়া গত বছর কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নেয় এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *