গ্রাম বাংলা ডেস্ক: ফরিদপুরের নগরকান্দার পৌর মেয়র ও পৌর বিএনপির সহ-সভাপতি জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় দেয়। খোকন রাজাকার হিসেবে পরিচিত জাহিদ হোসেন খোকন পলাতক রয়েছেন। খোকনের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধাকালিন সময়ে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুণ্ঠন, জোরপূর্বক ধর্মান্তরিত করাসহ ১১টি অভিযোগ রয়েছে। তার মধ্যে ১০টি অভিযোগই প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনালের রায়ে বলা হয়। ছয়টি অভিযোগে তাকে মৃত্যুদ- এবং বাকী চারটি অভিযোগে কারাদ- দেয়া হয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার রিপোর্ট অনুযায়ী, জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকার ১৯৭০ সালের নির্বাচনে বৃহত্তর ফরিদপুর এলাকায় জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচার প্রচারনা চালান। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তিনি ফরিদপুর ও তার আশপাশ এলাকায় পাকিস্তানী সেনাদের সহযোগীতায় মানবতাবিরোধী অপরাধ করেন। পরে তিনি বিএনপির রাজনীতিতে জড়ান এবং নগরকান্দা পৌর কমিটির সহ-সভাপতি হন। ২০১১ সালে তিনি নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন।