রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের দু’দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
বুধবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত ঘটে।
বৃস্পতিবার ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। এরপরই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আগত দর্শকদের মাতিয়ে তুলেন সংগীত শিল্পীরা। অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান সজল।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন, তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.তোফাজ্জল হোসেন, যুবলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বুধবার সকাল ৯.০০ ঘটিকা থেকে মাঝে খাবারের বিরতি দিয়ে বেলা ৪ ঘটিকা পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৬টি ইভেন্ট ২০টি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতি বছরেরমত এ বছরের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সালাহ্উদ্দিন।