রাজনীতিতে ফিরছেন ওবামা!

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

55720_Obama

 

 

 

 

 

রাজনীতিতে ফিরছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক এটর্নি জেনারেল এরিক হোল্ডার সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন। তিনি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট মাঠে নামার জন্য প্রস্তুত। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, প্রেসিডেন্টের দায়িত্ব শেষে অবসরে রয়েছেন বারাক ওবামা। তবে এরিক হোল্ডার বলেছেন, তিনি এখন রাজনীতির জন্য প্রস্তুত। পলিটিকো’কে এরিক হোল্ডার বলেছেন, ন্যাশনাল ডেমোক্রেটিক রিডিস্ট্রিক্টিং কমিটিতে (এনডিআরসি) সহযোগিতা করতে পারেন ওবামা। এর মধ্যে রয়েছে তহবিল সংগ্রহ করা ও রাজ্যের লেজিসলেটিভদের সঙ্গে শলাপরামর্শ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ইলেক্টোরাল ডিস্ট্রিক্টের সীমানা পুনর্নির্ধারণকে বলা হয় রিডিস্ট্রিক্টিং। এ জন্য ২০২১ সালে যে পরিবর্তন আসবে সে জন্য প্রস্তুতি নিতে ডেমোক্রেটরা গঠন করেছে এনডিআরসি। তারা চায় সীমান্ত নির্ধারণ নিয়ে যুক্তিতর্ক ও তাদের কথা তুলে ধরতে, যাতে সুষ্ঠু একটি ম্যাপ নির্ধারণ করা যায়। এ প্রক্রিয়ায় সাবেক প্রেসিডেন্ট ওবামা হবেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এমনটা বলেছেন এরিক হোল্ডার। উল্লেখ্য, এনডিআরসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন এরিক। এ বছরের শুরুর দিকে ওবামা ক্ষমতা থেকে যাওয়ার আগে এ পদ পান তিনি। তখন নিউ ইয়র্ক টাইমসকে এরিক হোল্ডার বলেছিলেন, সীমানা পুননির্ধারণে রিপাবলিকানদের অপকৌশলের বিরুদ্ধে লড়াই করাই হবে তার প্রাথমিক কাজ। এ প্রক্রিয়ায় যোগ হতে পারেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *