ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি; ছাতকে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে কওমি ও সুন্নী সমর্থকদের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। নিহতরা হলেন শহরের বাগবাড়ি মহল্লার আব্দুল জব্বারের পুত্র আব্দুল বাছিত বাবুল ও ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আজাদ মিয়ার পুত্র রুবেল মিয়া। এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের দেড় শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত অন্তত ৫০ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে।
সোমবার দুপুরে শহরের জালালিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষ মাদ্রাসা হতে থানা রোড পর্যন্ত ছড়িয়ে পড়ে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়েছে। দফায়-দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক সময় গোটা শহর পরিণত হয় রণক্ষেত্রে। সুন্নি সমর্থকরা ছাতক হাইস্কুল মাঠে খাদিমুল ইসলাম আয়োজিত তিনদিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্যান্ডেল ভাঙচুর করে এবং কওমি সমর্থকরা হামলা করে জালালিয়া আলিম মাদ্রাসায় ইটপাটকেল নিক্ষেপ ও ফটক ভাঙচুর করে।