গ্যাসের মূল্য বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Slider বাংলার আদালত

55433_hc

 

ঢাকা; গ্যাসের মূল্য বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)  আইনজীবী মোহাম্মদ সাইফুল আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন
। রিট আবেদনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের জারি করা গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। রিটকারি আইনজীবী জানান, আবেদনটি মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। রিট আবেদনের বিষয়ে তিনি জানান, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৪’ অনুযায়ী বছরে একবারের বেশি গ্যাসের মূল্য বৃদ্ধির সুযোগ নেই। অথচ এই দফায় একবারেই দুই ধাপে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও জানান, গণশুনানির মাধ্যমে ৯০ দিন পর গ্যাসের মূল্য বৃদ্ধির কথা থাকলেও সেটি করা হয়নি। প্রসঙ্গত, আগামী ১লা মার্চ থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৮০০ এবং এক চুলার জন্য ৭৫০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে ১লা জুন থেকে দুই চুলা ৯৫০ এবং এক চুলার জন্য ৯০০ টাকা গুনতে হবে গ্রাহককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *