এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, আগামীতে আন্তর্জাতিক মহলে কর্মসংস্থান তৈরি ও দেশের আত্ম-সামাজিক উন্নয়ন করতে চাইলে আমাদেরকে এখই কম্পিউটার শিক্ষার উপর জোড় দিতে হবে। প্রয়োজনে উন্নত স্কুল গুলোর কাছে শিক্ষকদের ট্রেনিং এ পাঠাতে হবে। সেখান থেকে ট্রেনিং নিয়ে এসে, স্কুলের শিক্ষার্থীদের তা শিখাতে হবে। তাহলে আমরা শিক্ষায় আরও উন্নতি লাভ করব।
বুধবার সকাল ১১ টায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রধান অতিথিকে গার্ড অব-অনার প্রদান, প্যারেড প্রদর্শন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ, আনন্দভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথা গুলো বলেন।
এমপি আরও বলেন, ২০২১ সাল নয় ২০১৯ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ হবে আর ৪২ সালের মধ্যে উন্নত দেশে উন্নতিলাভ করবে বাংলাদেশ। সেই লক্ষেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
আইডিয়াল ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ ঈশা খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।
বিশেষ অতিথির মধ্যে, ঐ স্কুলের সভাপতি, রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম। ভবানীপুর ছেফাতিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হাবিবুল্লাহ বাহার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন তাজু। এছাড়াও ঐ স্কুলের সকল ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথমে প্রধান অতিথিকে গার্ড অফ অনার প্রদান করেন বিদ্যালয়ের স্কাউট প্রশিক্ষিত চৌকস মেধাবী শিক্ষার্থীরা। শেষে প্রধান অতিথি স্কুলের কৃতি শিক্ষার্থী, ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার ও সনদ তুলে দেন।