গ্রাম বাংলা ডেস্ক: ৩৫তম বিসিএসে অংশ নিতে এবার রেকর্ড সংখ্যক দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন। বিসিএসের ইতিহাসে এবার সর্বোচ্চ সংখ্যক প্রার্থী আবেদন করে প্রবেশপত্র নিয়েছেন। এর আগে ৩৪তম বিসিএসে দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন আবেদন করেন। এই হিসাবে গত বিসিএস থেকে এবার প্রার্থীর সংখ্যা ২২ হাজার ৫৩২ জন, অর্থাৎ ৯ শতাংশ বেশি বলে জানিয়েছেন সরকারি কর্মকমিশন (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন। তিনি বলেন, এবারের বিসিএসে অংশ নিতে গত ৩০শে অক্টোবর সন্ধ্যা ৬টায় অনলাইনে আবেদনের সময় শেষ হয়। তবে আরও ৭২ ঘণ্টা অনলাইনে ফি জমা দেয়ার সুযোগ ছিল সরকারি চাকরিপ্রার্থীদের। এবার ঢাকা কেন্দ্রের অধীনে বিসিএস পরীক্ষায় অংশ নিতে এক লাখ ৫৫ হাজার ২৪৪ জন, রাজশাহী কেন্দ্রে ২১ হাজার ৮৭৩ জন এবং চট্টগ্রামে ২০ হাজার ৪৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। এছাড়া খুলনা কেন্দ্রে ১৪ হাজার ৭৮ জন, বরিশালে পাঁচ হাজার ৭২৯ জন, সিলেটে নয় হাজার ৮৫৮ জন এবং রংপুরে ১৬ হাজার ৮৫৬ জন প্রার্থী আবেদন করেছেন। আগামী ডিসেম্বরের শেষ দিকে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে।