লালমনিরহাটের পাটগ্রামে সাংবাদিক শিমুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন!

Slider রংপুর

16425923_1433288843390525_6159100448377814800_n

এম এ কাহার বকুল;  লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় পাটগ্রাম পৌরশহরের প্রাণকেন্দ্র স্থানীয় চৌরঙ্গীমোড় এলাকায় সমকালের পাঠক ফোরাম ও সুহৃদ সমাবেশের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচী থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বক্তারা শিমুল হত্যার ফাঁসী ও নিহত আব্দুল হাকিম শিমুলের পরিবারের দায়িত্বভার নিতে দাবী জানিয়েছেন। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিক, সমাজকর্মী, শিক্ষকসহ সর্বস্তরের সাধারন মানুষ অংশ গ্রহণ করেছেন।

সমকাল পাটগ্রাম সুহৃদ সমাবেশের যুগ্ম আহবায়ক আশরাফ আলী সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর পাটগ্রাম উপজেলা প্রতিনিধি এবি সফিউল আলম লাবু, পাটগ্রাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজিজুল হক দুলাল, আমারদেশ প্রতিনিধি আজিনুর রহমান, সংবাদ প্রতিনিধি সামিউল ইসলাম সানী, আজকালের খবর প্রতিনিধি জিয়াউর রহমান মানিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য জোবায়েদুল ইসলাম বুলবুল, ভোরের কাগজের প্রতিনিধি প্রভাষক আবু সাঈদ, বাংলাদেশ সময় প্রতিনিধি হারুনুর রশিদ, পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফজলে রব্বী প্রধান, পাটগ্রাম পৌর ছাত্রলীগ সভাপতি দেবাশীষ রায়, সমকাল পাটগ্রাম সুহৃদ সমাবেশের সদস্য সচিব আইরিন আক্তার ও সমকাল পাটগ্রাম উপজেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেনসহ প্রমুখ।

বক্তারা অবিলম্বে আব্দুল হাকিম শিমুল হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসির দাবী জানিয়ে প্রয়াত শিমুলের পরিবারের সদস্যদের দায়ভার সরকারকে নিতে জোড়ালো দাবী জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *