ডেস্ক; প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে শীর্ষ কূটনীতিক হিসেবে শপথ নিলেন রেক্স টিলারসন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে টিলারসনকে শপথবাক্য পাঠ করান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এর আগে সিনেটে পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য ৫৬-৪৩ ভোটে মনোনয়ন নিশ্চিত করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য মার্কিন সিনেটের ইতিহাসে কোনো প্রার্থীর বিপক্ষে এটাই সবথেকে বেশি ভোটের নজির।
এ খবর দিয়েছে বিবিসি ও নিউ ইয়র্ক টাইমস। খবরে বলা হয়, এর আগে কখনও রাজনৈতিক কোনো পদে কাজ করার অভিজ্ঞতা নেই ৬৪ বছর বয়সী টিলারসনের। তিনি এক্সন মোবিলের সাবেক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। রাশিয়ার সঙ্গে তার যোগসূত্র নিয়ে নানা প্রশ্ন ওঠে। ডেমোক্রেট নেতারা পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে তাকে নিয়োগের বিরোধিতা করেন। তবে, সিনেটে সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনিই এখন ট্রাম্প প্রশাসনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। টিলারসনের শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পও উপস্থিত ছিলেন। টিলারসনকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আপনার সারা জীবন আপনাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছে।’ শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে টিলারসন বলেন, ‘আমি এই প্রেসিডেন্টের অধীনে দায়িত্ব পালনকালে সব সময় প্রতি মুহূর্তে মার্কিন জনগণের স্বার্থকে প্রতিনিধিত্ব করবো।’ নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, সিনেটের ইতিহাসে পররাষ্ট্রমন্ত্রী পদে কোনো প্রার্থীর বিপক্ষে এর আগে এত ভোট পড়েনি। এতে, প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে ডেমোক্রেটিক শিবিরের অস্বস্তিরই প্রতিফলন ঘটলো। এর আগে ২০০৫ সালে ইরাক যুদ্ধের অবনতিক্রম পরিস্থিতির মধ্যে কন্ডোলিসা রাইসের বিরুদ্ধে ১৩ জন সিনেটর ভোট দিয়েছিলেন। আর ১৮২৫ সালে হেনরি ক্লে পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ২৭-১৪ ভোটে। বুধবারের পূর্ব পর্যন্ত এটাই ছিল বিপক্ষে সবথেকে বেশি ভোটের নজির।