বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরিশাল বিভাগীয় ও ঝালকাঠি জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি
14269508_301861480170291_7112923_n
প্রান কৃষ্ণ বিশ্বাস প্রান্ত , ঝালকাঠি থেকে:  বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরিশাল বিভাগীয় ও ঝালকাঠি জেলা কমিটির পরিচিতি সভা আজ সন্ধ্যায় ঝালকাঠিস্থ ধানসিঁড়ি ক্যাফে চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নদী পরিব্রাজক দল ঝালকাঠি জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ সৈয়দ মো: বেলায়েত হোসেন, আরও বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বিটিভি’র গীতিকার অধ্যাপক প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, ঝালকাঠি জেলা শাখার সভাপতি নাজনীন পাখি ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রিন্স, বরিশাল বিভাগীয় কমিটির যথাক্রমে সহ সভাপতি মো: আলতাফ হোসেন, সহ সভাপতি কবি সাঈদ তপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদা রূমা। এ সময় উভয় কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক চন্দ্র শেখর কর্মকার, অধ্যাপক ইছহাক আলী সিকদার, অধ্যাপক নাহিদা সুলতানা, অধ্যাপক সাইদুর রহমান রোমান, অধ্যাপক উৎপল চন্দ্র দাশ, সাবেরা মিজান পিউ প্রমুখ ব্যক্তিবর্গ।
পরিচিতি সভার সঞ্চালনায় ছিলেন উদীচী রাজাপুর এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরিশাল বিভাগীয় কমিটির সহ সভাপতি প্রাবন্ধিক আব্দুল্লাহ আল মামুন বাবু মৃধা। পরিচিতি সভার বক্তব্যে বক্তারা বলেন আজকের সভার মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিটির সাথে ঝালকাঠি জেলা কমিটির যেমন এক প্রীতিকর সেতু বন্ধন রচিত হল তেমনি সংগঠন দুটির সকল কর্মকর্তাবৃন্দের সাথে পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক অনেকটা সুদৃঢ় হল।পরিশেষে সকলের মুক্ত আলোচনায় বাংলাদেশ নদী পরিব্রাজক দলের উদ্দেশ্য ও আদর্শ নিয়ে উভয় কমিটির পথচলার গতিপথ কুসুমাস্তীর্ণ হবে এই প্রত্যাশা রেখে রেস্তরাঁয় এক আতিথ্যপূর্ণ আপ্যায়নের মাধ্যমে পরিচিতি সভার পরিসমাপ্তি টানা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *