আরাফাত সানির এক দিনের রিমান্ড মঞ্জুর

Slider বাংলার মুখোমুখি

50203_suny

 

ঢাকা; তথ্য প্রযুক্তি আইনে এক তরুণীর দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বেলা তিনটার পর ঢাকা মহানগর হাকিম প্রণব কুমারের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়। রোববার সকালে আরফাত সানিকে আমিনবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম আদালতকে বলেন, আসামি আরাফাত সানির সঙ্গে ওই নারীর বিয়ে হয়েছিল। গত বছরের ১২ জুন আরাফাত সানি বাদীর ফেসবুক মেসেঞ্জারে দুজনের একান্ত ব্যক্তিগত ছবি এবং বাদীর একক আপত্তিকর ছবি পাঠান। পরে নানা ধরনের হুমকি–ধামকি দেন।
আসামিপক্ষের আইনজীবী এম জুয়েল আহমেদ বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। এই আসামির সঙ্গে বাদীর বিয়ে হওয়ার তথ্যপ্রমাণ নেই। এ সময় বাদীপক্ষের আইনজীবী বিয়ের একটি কাবিননামা আদালতে দেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, গত ৫ই জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে এক তরুণী এ মামলা করেন। এতে আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ আনা হয়েছে সানির বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *