গ্রাম বাংলা ডেস্ক: জামায়াতে ইসলামীর হরতালের কারণে আসন্ন জেএসসি-জেডিসি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ২ নভেম্বর রোববারের পরীক্ষা ৭ নভেম্বর এবং ৩ নভেম্বর সোমবারের পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান পরীক্ষা পেছানোর এ ঘোষণা দেন। শিক্ষা সচিব জানান, ২ নভেম্বর জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা ছিল। এই পরীক্ষা এখন ৭ নভেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত হবে। ৩ নভেম্বর জেএসসিতে বাংলা দ্বিতীয় পত্র এবং জেডিসিতে আত-তাওহীদ ওয়ালফিকহ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা ছিল। ১৪ নভেম্বর জেএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি ৯টায় শুরু হয়ে ১১টায় শেষ হবে। অন্য পরীক্ষাটি ৯টা থেকে ১২টা পর্যন্ত চলবে।