ঢাকা; সম্পাদক ও সংকলকদের কিছু না জানিয়েই চলতি বছর পাঠ্যবইয়ে পরিবর্তন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এজন্য বইয়ে নানা ধরণের ভুল ও প্রগতিশীল লেখকদের কবিতা, গল্প বাদ পড়েছে।
বুধবার ১ম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়েরর ১৩ জন সম্পাদক ও সংকলক যৌথ বিবৃতিতে এ কথা জানান। বিবৃতিদানকারী সম্পাদক ও সংকলকগণ হলেন মাসুদুজ্জামান, মাহবুবুল হক, রফিকউল্লাহ খান, নুরজাহান বেগম, শোয়াইব জিবরান, শ্যামলী আকবর, সৌমিত্র শেখর, নিরঞ্জন অধিকারী, বিশ্বজিৎ ঘোষ, সৈয়দ আজিজুল হক, হায়াৎ মাহমুদ, দানিউল হক ও শফিউল আলম। বিবৃতিতে বলা হয়, ২০১৭ শিক্ষাবর্ষের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা পাঠ্য বইয়ে বিভিন্ন ভুল ও পাঠ পরিবর্তন নিয়ে যে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে, তাতে সংকলক ও সম্পাদকদের সম্পর্কে ভুল ধারণা তৈরী হতে পারে। এ সম্পর্কে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, পাঠ্যবইয়ের পরিবর্তন সম্পাদক-সংকলকদের সম্পূর্ণ অজ্ঞাতে হয়েছে। পরিবর্তন সংযোজন বিষয়ে সংকলক-সম্পাদকদের কিছুই জানানো হয়নি।