তুমি আমার সুখ সরোবর”
—> এহসানুর রহমান আক্তাবুর
দিন যায় রাত যায় দিনে দিনে মাস,
মাস ঘুরে বছর যায় রচে ইতিহাস।
তুমি ছিলে অচেনা হলে যে আপন,
ছড়িয়ে দিলে দুচোখে বর্ণালি স্বপন।
বছর শেষে বছর আসে নতুন স্বপ্ন নিয়ে,
সেই স্বপ্ন পূর্ণ হলো তোমার ছোঁয়া পেয়ে।
একে একে হয়েগেলো দশটি বছর পার,
যাতনা সব ঘুচিয়ে তুমি সুখ দিয়েছো অপার।
৩,৬৫৩ দিন কেটে গেলো রাতও গেলো সম,
তুমি আমার প্রিয়তমা আমি প্রিয়তম।
ভালোবাসার শেকড়ে গেঁথেছো এই মন,
তোমার প্রেমে সিক্ত থাকি আমি অনুক্ষন।
প্রেমে আমি অন্ধ ছিলাম বুঝিনি তার মর্ম,
তুমি এসে প্রেম শিখালে প্রেমই পরম ধর্ম।
বিরহ ব্যথায় দগ্ধ ছিলো প্রেম পিয়াসী মন,
প্রেম সুধা ঢেলে তুমি নিভালে দহন।
নতশীরে কুর্নিশ জানাই ভাগ্য বিধাতারে ,
আলোকিত জীবন দিলো অন্ধকার দূর করে।
সর্বশ্রেষ্ঠ সঙ্গি পেলাম মাওলার মহান কৃপায়
ধন্য হলো এই জীবন স্ত্রী সন্তানের মমতায়।
দশ বছরের নিচ্ছিদ্র ভালোবাসায় অমলিন,
ধন্য করেছো এ জীবন যা ছিলো অর্থহীন।
অমানিশার কালোতে ঘেরা ছিলো জীবন জঘন্য,
অনুপম মায়া সমীহে সে জীবন আজ বরেণ্য।
প্রেয়সী তোমার এই উপহার আমার ভুবনে স্বর্গ,
কেমনে দেবো তব প্রতিদান দীনহীনে নেই অর্ঘ্য!
কলংকিত মন পবিত্র করেছো পরশপাথরের স্পর্শে,
পঙ্কিল জীবন করেছো নির্মল বিশুদ্ধ করেছো উত্কর্ষে।
ভালোবাসার নিযুত শেকড়ে বেঁধেছো আমার হিয়া,
তুমি আমার সুখ সরোবর লজ্জাবতী প্রিয়া॥
রচনাঃ ১৬ জানুয়ারী, ২০১৭ ।