মাহমুদুর রহমানের জামিন

Slider বিনোদন ও মিডিয়া

49402_mh

 

ঢাকা; আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গতকাল ঢাকার সিএমএম আদালত থেকে ২০১৩ সালের একটি মামলায় নতুন করে জামিন নিয়েছেন। ২০১৩ সালের ২২শে ফেব্রুয়ারি  ঢাকার রমনা থানায় দায়ের করা মৎস্য ভবনের কাছে পুলিশের কাজে বাধা দান ও গাড়ি ভাঙচুরের মামলায় মাহমুদুর রহমানকে আসামি করা হয়।
পুলিশ ২০১৫ সালের ৬ই মে এই মামলার চার্জশিট দাখিল করে। মাহমুদুর রহমান উচ্চ আদালত থেকে এই মামলায় আগেই জামিনে ছিলেন। বিচারিক আদালত থেকে নতুন করে জামিন নেন তিনি। প্রথম অতিরিক্ত দায়রা জজ আলমগীর কবির রাজ এই মামলায় মাহমুদুর রহমানকে জামিন দিয়েছেন। মামলা শুনানির নতুন তারিখ ১১ই এপ্রিল ধার্য করা হয়েছে। আদালতে অন্যান্যের মধ্যে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ, অ্যাডভোকেট লিয়ন, অ্যাডভোকেট রিপন  মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন। আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার চুন্নুসহ আমার দেশ পরিবারের সদস্য, পেশাজীবী ও বিপুলসংখ্যক আইনজীবী এ সময় আদালতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৮০টির মতো মামলা রয়েছে। সম্প্রতি তিনি আপিল বিভাগ থেকে সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *