স্পোর্টস রিপোর্টার; নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে বাংলাদেশকে হোয়াইটওয়াশ থেকে বাঁচতে লড়তে হবে ১৯৫ রানের লক্ষ্যে। মাউন্ট মানগানুইর বে ওভাল স্টেডিয়ামে শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৩৬ রানে দুই উইকেট হারায় ব্ল্যাক ক্যাপসরা। এরপর নিজের শহরে প্রতিরোধ গড়ে তুলেছিলেন কিউই অধিনায়ক বেকন উইলিয়াসন। তাকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে ফিরে যান প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকানো কলিন মানরো। এবার বিপদে পড়া দলের পাশে দাঁড়ান অ্যান্ডারসন। চাপে থাকা দলকে ধীরে ধীরে চাপ মুক্ত করতে থাকেন দু’জন। ১৪.১ ওভারের সময় দলের স্কোর বোর্ডে তখন ১০৮ রান। উইলিয়ামসন ৫৩ ও অ্যান্ডারসন অপরাজিত ২৩ রানে। ঠিক সেই মুহুর্তে মাশরাফি বিন মুর্তজার বলে ক্যাচ তুলেছিলেন কিউই অধিনায়ক। কিন্তু সাকিব সহজ সেই ক্যাচটি লুফে নিতে পারেননি। সেই সুযোগে বাংলাদেশকে উড়িয়ে দিতে শুরু করে অ্যান্ডারসন। ফের মাশরাফি বলে ক্যাচ দিয়ে ৬১ রানে তামিমের হাতে জীবন পেলেও ৭০ রান করে আউট হন রুবেল হোসেনের বলে। কিন্তু প্রথম দুই ম্যাচে ১৩ ও ৪ রান করা অ্যান্ডারসন তাকে সুযোগ দেয়ার প্রতিদান দিতে শুরু করেন। ছক্কার রেকর্ড গড়ে সেঞ্চুরি থেকে যখন মাত্র ৬ রান দূরে ঠিক তখন শেষ হয় নির্ধারিত ২০ ওভার। ৯৪ রানে অপরাজিত থেকে সেঞ্চুরি না পাওয়ার হতাশা থাকলেও হাঁকিয়েছেন ১০টি ছক্কা ও ২ টি চারের মার ৪১ বলে। আগের ম্যাচে তারা ৭ উইকেট হারিয়ে করেছিল ১৯১ রান।