নওগাঁ; ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্ত এলাকা থেকে দুলাল হোসেন মৃধা (৪০) নামে এক বাংলাদেশি যুবকককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার দুপুর দেড়টার দিকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। দুলাল হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার জামালপুর গ্রামের মৃত তয়েজ উদ্দিন মৃধার ছেলে। এ বিষয়ে নওগাঁর পতœীতলাস্থ ১৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশরাফ আলী জানান, জেলার পাশ্ববর্তী জয়পুরহাট জেলা থেকে ঐতিহাসিক আলতাদিঘী শালবন দেখতে আসেন দুলাল হোসেন। দুপুরে সীমান্তের জিরো লাইন সংলগ্ন বাংলাদেশের ২৬৮/৫এস নং পিলারের কাছে আলতাদিঘীতে গোসল করতে গেলে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ডাংগিবাড়ি সীমান্তের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি স্বীকার করেন। এ ঘটনার পর বিএসএফ ও বিজিবির ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক আহবান করা হয়েছে।