এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধি: দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় আজ বেলা ৯ টায়। দুপুর ২ টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে স্থাপিত কেন্দ্রসমূহে ভোটগ্রহণ চলে। প্রচলিত নিয়মের বাইরে ভোটগ্রহণের সময়সূচী হওয়ায় বিপাকে পড়েন ভোট দিতে আসা জনপ্রতিনিধিদের অনেকেই।
জৌলুসবিহীন এই নির্বাচনে জেলাজুড়ে কোথাও কোনো অপ্রীতিজনক ঘটনার খবর পাওয়া যায়নি। বেশকিছু কেন্দ্রঘুরে দেখা যায়, নির্বাচনে নির্ধারিত ভোটারদের মধ্যে তেমন উৎসবমুখরতা নেই।
পুলিশের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে নির্বাচনী কার্য পরিচালনা করা হয়েছে। এজন্য জেলাজুড়ে কোথাও কোনো অপ্রীতিজনক ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, নির্বাচনী নিয়মানুসারে ভোটের ১ দিন আগে অর্থাৎ গত ২৬ ডিসেম্বর রাত ১২ টায় সকল নির্বাচনী প্রচারণা বন্ধ করা হয়।