রবিউল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি ॥ ২৮ ডিসেম্বর বুধবার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বাস্তবায়নের স্বপ্নকে লালন করতে দিনাজপুর জেলার ৩৯টি স্বেচ্ছাসেবী সংগঠন যারা প্রতিবন্ধীদের উন্নয়নে কর্মরত তাদের সমন্বয়কারী সংগঠন জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দিনাজপুর এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসক মীর খায়রুল আলম, সহ-সভাপতি (১) সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্মু এবং ভোটাধিকার বলে সহ-সভাপতি পদে এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর এর নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দিনাজপুর বধির ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক নাজনীন আক্তার, কোষাধ্যক্ষ পদে নর্দান ডেভেলপমেন্ট সেন্টার এর নির্বাহী পরিচালক মোঃ সামিউল ইসলাম ও নির্বাহী সদস্য পদে দি-লেপ্রসী মিশনের প্রোগ্রাম ম্যানেজার মিঃ প্রণয় রোজারিও, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ হালিমা খাতুন এবং উত্তরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কারিতাসের স্বপন রোজারিও, নির্বাচন কমিশনার ল্যাম্ব হাসপাতালের মিঃ এনোস সরেণ, অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক কাণিজ ফাতেমা বেগম। নির্বাচিত সাধারণ সম্পাদক সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়ের হাতে দায়িত্ব হস্তান্তর সভায় উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্মু, এডহক কমিটির সদস্য ওআরডিএফ এর সহকারী পরিচালক মোঃ আহ্সান হাবীব, এমএম ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রাম ও সিডিসি’র উপদেষ্টা মোঃ আব্দুল হামিদ, সিডিসি’র একাউন্টস এডমিন অফিসার বিউটি রায়, সমাজসেবা অফিসার (রেজিঃ) রাজিব কুমার বাগচি।