গ্রাম বাংলা ডেস্ক: দল থেকে বহিষ্কার হলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
আজ শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
এর আগে তাকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না এ মর্মে কারণ দর্শাতে নোটিশ দেয়া হয়েছিল। লতিফ সিদ্দিকীর জবাব দিয়ে পাঠানো বক্তব্য পর্যালোচনা করে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম এ সিদ্ধান্ত নিয়েছে।
নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ, তাবলীগ জামায়াত ও মহানবী সা.কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় প্রথমে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার এবং পরে দলের প্রেসিডিয়ামের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়।