কলকাতা প্রতিনিধি; প্রতি বছর বেশ কয়েক হাজার বাংলাদেশি পর্যটক চিকিৎসা ও বেড়ানোর জন্য ভারতে আসেন। কিন্তু ভারতে এসে তাদের রেলের টিকিট কাটতে গিয়ে বহু কাঠখড় পোহাতে হয়। অনেক সময় টিকিট পাওয়াও যায় না। কিন্তু এখন থেকে দেশে বসেই বাংলাদেশের মানুষ নিজেদের চাহিদা মত ভারতীয রেলের টিকিট কাটতে পারবেন।
এমনকি ভারতীয রেলের নিজস্থ সংস্থা আইআর সিটিসির নানা বেড়ানোর প্যাকেজও কিনতে পারবেন বাংলাদেশে বসেই। সম্প্রতি আইআরসিটিসি বাংলাদেশের বেশ কয়েকটি ট্রাভেল এজেন্টের সঙ্গে জিএসএ চুক্তি করেছে। জিএসএ স্কিমে নাম নথিভুক্ত থাকলে সেই দেশের ট্রাভেল এজেন্টরা আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে টিকিট যেমন কাটতে পারবে তেমনি বেড়ানোর বিভিন্ন প্যাকেজেরও বুকিং করতে পারবে। ভারতে বিদেশি পর্যটক আনার জন্য এই ব্যবস্থা চালু করা হলেও বাংলাদেশের মানুষের জন্য এই ব্যবস্থা সুখবর বয়ে নিয়ে এসেছে। ২০০৬ সালে ভারতীয রেলের অনুমতিক্রমে আইআরসিটিসি প্রথম বিদেশের সঙ্গে জেনারেল সেলস এজেন্ট নিয়োগ কর্মসূচি চালু করেছিল। বর্তমানে নেপাল, লন্ডন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ১১টি জিএসএ নিয়োগ করা হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গেও তিনটি জিএসএ নিয়োগ হতে চলেছে।