আমাদের ব্রাহ্মণবাড়ীয়া তাজুল ইসলাম

Slider সাহিত্য ও সাংস্কৃতি

15644363_1833178276941465_1725052597_n

 

 

 

 

 

 

 

 

 

আমাদের ব্রাহ্মণবাড়ীয়া

তাজুল ইসলাম
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

ব্রাহ্মণবাড়ীয়া আমাদের জেলা
গুণীজন মোদের আছে মেলা,
সাংস্কৃতিকের রাজধানী
বাংলার লোকে বলে
তিতাস নামে গ্যাসের খনি
সারা বাংলা চলে।

রাজনৈতিক ক্ষেত্রে আকবর আলী খাঁন
তিনি জেলার রেখেছেন মান
বাংলাদেশ ব্যাংকের গভর্ণর
ডক্টর সালেহউদ্দিন স্যাঁর

কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী
মুক্তিযুদ্ধের সুরের সাধি
ক্ষুদে গানরাজের পড়শী
বাংলা গানের নয়া দ্বারসী ।

সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ
বাংলা সুরের একক রেখা
উজ্জ্বল নক্ষত্র শেখ সাদী
সুরের জাদুকর বাংলার দাবী

ভাষা আন্দোলনের ধীরেন্দ্রনাথ দত্ত
রাষ্ট্র ভাষা বাংলা চাই এই তাঁর কথ্য
মলয়া সঙ্গীতের জনক সত্য
গুণী সাধু মনমোহন দত্ত।

যাকে নিয়ে মোদের গর্ববোধ
কবি সাহিত্যিক আল মাহমুদ,
প্রথম বাঙ্গালী মুসলমান
আবদুল সাত্তার খাঁন,
নাসার মহাকাশ গবেষক
সংকর ধাতুর আবিষ্কারক।

জাতীয় খেলোয়ার আশরাফুল
ছক্কা চারে উড়ে ধূল
অভিনেতা আলমগীর
চলচ্চিত্রের বিশাল বীর।

আরো আছেন অনেক গুণী
বলব কত ভাই
ব্রাহ্মণবাড়ীয়া জন্ম মোদের
গর্ব করে যাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *