বগুড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬ শিক্ষার্থী ও ৬ শিক্ষক বহিস্কৃত

Slider রাজশাহী


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ-বগুড়ায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন ৬ শিক্ষার্থী ও ৬ শিক্ষক বহিস্কারের ঘটনা ঘটেছে। এছাড়া ৪২৪জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিস্কৃত শিক্ষার্থীদের ৫ জন ছাত্র এবং একজন ছাত্রী।বগুড়া জেলা প্রশাসনের শিক্ষা কল্যাণ শাখা থেকে জানা গেছে, অসুদপায় অবলম্বনের অভিযোগে বগুড়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে তিনজন ছাত্রকে বহিস্কার করা হয়েছে। একই অভিযোগে জেলার শেরপুর শালফা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ থেকে ২ ছাত্র এবং ১ ছাত্রীকে বহিস্কার করা হয়েছে। অপরদিকে দায়িত্বে অবহেলার কারণে শালফা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ৬ শিক্ষককে বহিস্কার করা হয়েছে।শিক্ষা শাখা আরও জানিয়েছে, এবারে জেলার ৪১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ৩২ হাজার ৩১১জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিন উপস্থিত ছিল ৩২ হাজার ১৫৪জন। অনুপস্থিত ছিল ১৫৭জন। ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ৬ হাজার ৭০৬জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬ হাজার ৪৭৮ জন। দাখিলে অনুপস্থিত ছিল ২১৮জন শিক্ষার্থী।এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় ২ হাজার ৫৪৭জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৪৭৮ জন। অনুপস্থিত ছিল ৩৯ জন।জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হজরত আলী জানান, যেসব শিক্ষক দায়িত্বে অবহেলা করার জন্য বহিস্কৃত হয়েছেন, তারা চলতি এলএসসি পরীক্ষায় আর ডিউটি করতে পারবেন না। বিচ্ছিন্ন এই ঘটনা দুটি ছাড়া প্রথমদিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *