বিজয়
————-জাহিদ বকুল
স্বাধীনতার লাল সূর্য
পূর্ব আকাশে উঠে
সুখ শান্তি বিজয়ের হাসি
ডিসেম্বরে জেগে উঠে।
নয় মাস যুদ্ধ যুদ্ধ
যেদিন শেষ হয়
স্বস্তি তৃপ্তি হাওয়া যেন
সারা বাংলা বয়।
স্বধীনতার লাল সূর্য
আর বাংলার সবুজ জুড়ে
লাল সবুজের পতাকাটি
আজ মুক্ত আকাশে উড়ে।
পাখিদের কলতানে আজো
ভোর হয় ঝলমলে শিশির বিন্দু
ঘাসের ডগায় রয়।
আঁকা বাঁকা ঢেউয়ের তালে
নদী বয়ে যায় স
বুজ শ্যামল শশ্যে ভরা
সোনার বাংলায়।।