প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেনারেল ম্যাটিসকে মনোনয়ন ট্রাম্পের

Slider সারাবিশ্ব

42887_naz-1

 

ঢাকা; প্রতিরক্ষামন্ত্রীর পদে অবসরপ্রাপ্ত জেনারেল জেমস ম্যাটিসকে বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প। কানেক্টিকাটে নির্বাচন পরবর্তী এক বিজয় সমাবেশে তিনি এ ঘোষণা দেন। এ খবর দিয়েছে বার্তাসংস্থা এপি।
খবরে বলা হয়, জেনারেল ম্যাটিস (৬৬) একজন মেরিন কর্পস কর্মকর্তা ছিলেন। ২০১৩ সালে তিনি অবসর গ্রহণ করেন। ওই সময় তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার ছিলেন। তবে প্রতিরক্ষামন্ত্রী পদে একজন সাবেক সামরিক কর্মকর্তাকে বেছে নেওয়ায় প্রশ্ন উঠেছে। কারণ, সামরিক বাহিনীর পূর্ন নিয়ন্ত্রণ বেসামরিক কারও হাতে রাখাটা নিশ্চিত করার জন্যই প্রতিরক্ষা মন্ত্রীর পদ। প্রশ্ন উঠেছে, এ পদে সাবেক সামরিক কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার ফলে সামরিক বাহিনীর প্রভাব বাড়বে কিনা। অনেকে উদ্বেগ প্রকাশ করছেন, সম্প্রতি অবসরগ্রহণকারী একজন সামরিক কর্মকর্তা আন্তর্জাতিক সমস্যার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার বদলে সামরিক সমাধানের ওপর বেশি নির্ভর করবেন কিনা।
তবে জেনারেল ম্যাটিসের নিয়োগ কংগ্রেসের অনুমোদন পেতে একটু ঝামেলা পোহাতে হবে। কারণ, বিদ্যমান আইনে কোন সামরিক কর্মকর্তার অবসরগ্রহণের পর কমপক্ষে ৭ বছর সময় অতিবাহিত না হলে তাকে প্রতিরক্ষামন্ত্রী পদে নিয়োগ দেওয়া যায় না। তাই ম্যাটিসকে নিয়োগ দিতে হলে ওই আইন এড়িয়ে একটি ‘লেজিসলেশন’ পাস করতে হবে।
জেনারেল ম্যাটিস সেনা কর্মকর্তা হিসেবে দক্ষ। যুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতা তার ব্যাপক। কথা বলেন কড়া ভাষায়। মেরিনদের মধ্যে জনপ্রিয়। এছাড়া মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে চ্যালেঞ্জিং কিছু কমান্ডের নেতৃত্বে ছিলেন তিনি।
এর আগে সাবেক অবসরপ্রাপ্ত একজন জেনারেলই প্রতিরক্ষামন্ত্রীর পদে ছিলেন। তিনি হলেন জর্জ সি মার্শাল। ১৯৫০-এ  কোরিয়ান যুদ্ধের সময় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *