বিরহের দিনলিপি
—মৌসুমী টিকলি
সেই তুমি আর এলে না,
প্রতীক্ষার অমানিশি যেন যোজন
যোজন বিস্তৃত আজ
অন্তহীন বিরহের পালাগান চলছে
প্রহরের পর প্রহর,
চলেই যদি যাবে, তবে কেন কথা দিয়েছিলে?
ভাবনার মহাসমুদ্রে সাঁতরে চলেছি অবিরাম,
কথার ফুলঝুরি বানাতে তুমিই তো প্রথম শেখালে?
তোমার শব্দের মায়াজাল, তোমার
এলোমেলো দুষ্টুমি,
তোমার যাযাবর জীবন
যেন কেড়ে নিয়েছিল আমার ঘুম;
যাপিত জীবন আজ বড়ই একঘেয়ে, সুর,তাল,লয়বিহীন
কেটে যাচ্ছে শুধু কবিতার কথামালা দিয়ে
ভালোবাসার সংজ্ঞা আজ সত্যিই বড় দুরুহ,
কোন কোটেশনে আবদ্ধ হয় না তা;
ফিনিক্স পাখির মতো জীবন
কাটতে থাকে কেবল আকাশে উড়ে উড়ে
, শুধু ভালোবাসার মোহময়তা রেখে যায় সুখস্মৃতি
জীবন বার বার প্রমাণিত করে শুধু ভালোবাসা নয়,
বিরহেও রয়েছে অনেক সুখ।
বিরহের কান্না আজও বরষার
অঝোর ধারায় বিলীন।
২৬/১১/২০১৬